কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পরিত্যাক্ত লাগেজ থেকে এক তরুনীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহিষ বাথান এলাকার রেল অভার ব্রীজের পাশ থেকে ২৫ বছর বয়সের অজ্ঞাত ওই তরুনীর লাশ উদ্ধার করা হয়। রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক(এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ৭ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহিষবাথানা রেল অভার ব্রীজের পূর্বপাড়ের উত্তরপাশে এলাকাবাসী পরিত্যাক্ত অবস্থায় লাল রঙ্গের একটি লাগেজ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ রাত ৮ টার দিকে ঘটনাস্থলে পৌছে লাগেজটি খুলে মহিলার লাশ দেখতে পেয়ে উদ্ধার করে মর্গে পাঠায়। ওই তরুনীল পড়নে লাল সেলোয়ার,লাল সাদা ছাপার কামিজ ও গলায় ছাপা ঝড়জেট ওরনা পেঁচানো ছিল। শরীরে কোন স্থানে আঘাতের চিহ্ন নেই। পুলিশর ধারনা অন্য কোন স্থান থেকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা ওই স্থানে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।
COMMENTS