কালীগঞ্জে যাত্রীবাহী এক বাস উল্টে দুই যুবক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার রাতে রাত ৮টার দিকে নরসিংদী-টঙ্গী রুটের বাঘারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক ভূঁইয়া দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছেন।
শুক্রবার রাতে রাত ৮টার দিকে নরসিংদী-টঙ্গী রুটের বাঘারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক ভূঁইয়া দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নরসিংদীগামী এনএমজি সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকা রাস্তার গর্তে পড়লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
রাত পৌণে ৯টার দিকে লাশ উদ্ধারের পর কালীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়।
COMMENTS