কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল আহসান তালুকদার, পৌর মেয়র মোঃ লুৎফুর রহমান ও ১২ জন কাউন্সিলরের উপস্থিতিতে ভোট গ্রহণ শুরু হয়। ১নং প্যানেলে কাউন্সিলর আহমেদুল কবির ও আফতাবউদ্দিন, ২নং প্যানেলে জসিম উদ্দিন তারা, চান্দু মোল্লা ও মোঃ আমির হোসেন এবং ৩নং প্যানেলে শামিমা মুক্তা খুশি খানম ও আমিরুন্নেছা প্রতিদ্বন্দ্বীতা করেন।
১নং প্যানেলে আহমেদুল কবির ৮ ভোট, ২নং প্যানেলে জসিম উদ্দিন তারা ৯ ভোট ও ৩নং প্যানেলে শামিমা মুক্তা খুশি খানম ১০ ভোট পেয়ে প্যানেল মেয়র নির্বাচিত হন।
COMMENTS