কালীগঞ্জ সংবাদদাতা : উপজেলার জাঙ্গালিয়ায় ঈদ পরবর্তী প্রীতি ফুটবল খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন আহত হয়।
এলাকাবাসী জানায়, শনিবার বিকালে ঈদপরবর্তী প্রীতি ফুটবল খেলায় এক কিশোরকে মারধরের ঘটনার জের ধরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাত্ক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা হলেও রাত ৯টার দিকে দুই দলের সমর্থকরা সংঘর্ষে ছড়িয়ে পড়ে। এ সময় বিএনপি সমর্থকরা শশী মার্কেটে দোকান ভাঙচুর করে। সংঘর্ষে মৌসুন্ডী গ্রামের মোস্তফার ছেলে আবু নাঈমসহ দুজন আহত হয়।
COMMENTS