কালীগঞ্জে ৫০ লিটার চোলাই মদসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানায়, গত বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) নিতাই চন্দ্র সরকার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাগরীর বাসাবাসি গ্রামে অভিযান চালায়। এ সময় ওয়াদুদ মোল্লার দুই ছেলে নবী হোসেন (২৮) ও মনির হোসেনকে (৩০) আটক করা হয়।
থানা সূত্রে জানায়, গত বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) নিতাই চন্দ্র সরকার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাগরীর বাসাবাসি গ্রামে অভিযান চালায়। এ সময় ওয়াদুদ মোল্লার দুই ছেলে নবী হোসেন (২৮) ও মনির হোসেনকে (৩০) আটক করা হয়।
পরে নবী হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী তার ঘর হতে পলিথিনে মোড়ানো ৮ পোটলা চোলাই মদ উদ্ধার করা হয়।
আসামীরা আরো জানায়, একই গ্রামের মৃত রহিম উদ্দিনের পুত্র রাশিদুল, জহুরের পুত্র নাহিদ মিয়া, শাহাজ উদ্দিনের পুত্র নজরুল, মনির হোসেনের পুত্র মোমেন ও মিলন, মমতাজ উদ্দিনের পুত্র স্বপন, আবুলের পুত্র জুয়েল, নেকাবর আলীর পুত্র আলমগীর, খোয়াজ উদ্দিনের পুত্র আমান, মজিরউদ্দিনের পুত্র আনোয়ার ও জাকির র্দীঘদিন যাবৎ এলাকায় চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছে।
এ বিষয়ে গতকাল কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-২(১০)১৩ ।
COMMENTS