কালীগঞ্জ উপজেলার মোক্তারপুরে উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যানের নির্দেশে ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট। পতিপক্ষের হামলায় গুরুতর আহত তিন। থানায় লিখিত অভিযোগ।
অভিযোগ ও থানা সূত্রে জানা যায়, রবিবার কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নাধীন বড়গাঁও গ্রামের মৃত আক্রাম আলীর ছেলে মোঃ নাজিম উদ্দিন (৫৪) এর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে কালীগঞ্জ উপজেলা যুব লীগের সভাপতি, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও হত্যাসহ একাধিক মামলার আসামী মোঃ শরীফুল ইসলাম তোরণ এর নির্দেশে একই গ্রামের মৃত ছফুর উদ্দিনের ছেলে আফাজ উদ্দিন, আফাজ উদ্দিনের ছেলে হারুন, রফিকুল ও আতিকুল, শাহ জাহানের ছেলে আল আমিন, আঃ মান্নানের ছেলে ছাইদুল ইসলাম, কানা টুক্কার ছেলে শুক্কুর আলী, কবির, অফিজ উদ্দিন ফরাজীর ছেলে ধনু ফরাজী, গিয়াস উদ্দিন ফরাজীর ছেলে বিল্লাল ফরাজী, নুরু ফরাজীর ছেলে গাফফার ফরাজীসহ অজ্ঞাত ২০/২৫জন দা, ছুরি, লাঠি, রড, শাবাল, কোদাল ইত্যাদি অস্ত্রে সজ্জিত হইয়া বেআইনী জনতাবদ্ধে অনধিকার প্রবেশ করিয়া ঘর বাড়ী ভাংচুর করে। সন্ত্রাসীদের হামলায় নাজিম উদিনের ছোট ভাই আজিম উদ্দিন, বড় ভাইয়ের স্ত্রী আমেনা ও ভাতিজা বউ ইভা গুরুতর আহত হয়। এ সময় সন্ত্রাসীরা নাজিম উদ্দিনের ৪টি ঘর ভেঙ্গে ২টি রঙ্গিন টিভি, ১টি সাদা কালো টিভি, ৪টি খাট, ৪টি চৌকি, ৪টি সুকেস, ১টি আলমিরাসহ অন্যান্য আসবাবপত্র ও তৈজসপত্র ভাংচুর করে যাওয়ার সময় ৪টি গরু, ৩টি ছাগল, ৫টি হাঁস ও ৩টি মুরগী নগদ প্রায় ২ লক্ষ টাকা লুট করে নিয়া যায়।
এলাকাবাসীর প্রশ্ন তোরণ চেয়ারম্যানের খুঁটির জোর কোথায়? এ সংক্রান্ত বিষয়ে মোঃ নাজিম উদ্দিন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদ লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন।
COMMENTS