‘দুর্যোগ সহনসীল দেশ গড়ি, সহায়ক শক্তি বালিকা ও নারী’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের মতো গাজীপুরের কালীগঞ্জে রবিবার পালিত হয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. কামরুল আহসান তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী আমিনুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মো. আমির হোসেন, মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা খানম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী কর্মকর্তা তদবীরুর রহমান প্রমুখ।
COMMENTS