কালীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রাণ আরএফএফ ম্যানেজারকে অপহরণের ২ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ৮টায় উপজেলার মূলগাঁও গ্রামে অবস্থিত প্রাণ আরএফএফ ফ্যাক্টরি গেটের সামনে থেকে স্বশস্ত্র ৫ জনের একটি অপহরনকারী দল প্রাইভেটকারের গতিরোধ করে প্রাণ আরএফএফ ম্যানেজার মোঃ জহিরুল ইসলামকে অপহরণ করে বালীগাঁও সুভাষের বাড়িতে আটকে রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। না দিলে মেরে ফেরার হুমকি প্র্রদান করে তাকে আটকে রেখে চলে যায়। পরে সেখান থেকে জহিরুল কৌসলে বেরে হয়ে সরাসরি থানায় চলে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ৮টায় উপজেলার মূলগাঁও গ্রামে অবস্থিত প্রাণ আরএফএফ ফ্যাক্টরি গেটের সামনে থেকে স্বশস্ত্র ৫ জনের একটি অপহরনকারী দল প্রাইভেটকারের গতিরোধ করে প্রাণ আরএফএফ ম্যানেজার মোঃ জহিরুল ইসলামকে অপহরণ করে বালীগাঁও সুভাষের বাড়িতে আটকে রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। না দিলে মেরে ফেরার হুমকি প্র্রদান করে তাকে আটকে রেখে চলে যায়। পরে সেখান থেকে জহিরুল কৌসলে বেরে হয়ে সরাসরি থানায় চলে যায়।
থানা গিয়ে উপজেলার বরাইদ গ্রামের মোঃ মানিক মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৩৩), ভাদার্ত্তী গ্রামের ইসহাক আলীর ছেলে মোঃ সোহেল ভান্ডারী (২৫), মুনসুর গ্রামের মোঃ রতন মিয়ার ছেলে ফয়সাল, চৌড়া ভাদগাতী গ্রামের ইমরান হোসেনের ছেলে আক্রাম হোসেন ও মৃত হেলিমের ছেলে হৃদয় শেখের নামে ১৪৩/৩৪১/৩৬৫/৩৮৫ দন্ডবিধি আইনে মামলা করে। মামলা নং ০৩(১০)১৩। পরে কালীগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে শনিবার দুপুরে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিরা মোঃ জহিরুল ইসলামকে অপহরণ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিরা মোঃ জহিরুল ইসলামকে অপহরণ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।
COMMENTS