বর্তমান সরকারের “দিন বদলের সনদঃ ভিশন ২০২১ শীর্ষক” বিশেষ প্রচারাভিযান বাস্তবায়নের লক্ষে উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহ নওয়াজ দিলরুবা খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা তথ্য অফিসার মোহাম্মদ সায়েম হোসেন, সহকারী তথ্য অফিসার নাসিমা খাতুন, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তর সৈয়দ তদবীরুল রহমান, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম, জামালপুর কলেজের উপাধ্য মোজাফফর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ইউপি সদস্যবৃন্দু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ইউনিয়নের বিভিন্ন পেশার ২ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বর্তমান সরকারের “দিন বদলের সনদঃ ভিশন ২০২১ শীর্ষক” এর উপর বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
COMMENTS