কাপাসিয়ায় বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গত ৩০ সেপ্টেম্বর ১৩ জাতীয় সাংবাদিক সংস্থার কাপাসিয়া উপজেলা ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়েছে।
কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি, কাজী সিরাজ ( দৈনিক বর্তমান বাংলা) , সহ সভাপতি শাকিল হাসান ( দৈনিক গনজাগরন) , সাধারন সম্পাদক নূরুল আমীন সিকদার ( দৈনিক ভোরের কাগজ) সহ সাধারন সম্পাদক আফরোজা সুলতানা ( জাগ্রত কন্ঠ) , সাংগঠনিক সম্পাদক মন্জুরুল হক ( দৈনিক জাতীয় অর্থনীতি ), অর্থ বিষয়ক সম্পাদক মতিউর রহমান ( সাপ্তাহিক বৃত্তের বাইরে) , প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহাংগীর হোসেন ( রুপসী গাজীপুর) , কার্যকরী সদস্য কামরুজ্জামান বিপ্লব ( অনলাইন একটিভিস্ট) , কার্যকরী সদস্য আক্রাম হোসেন (দৈনিক নবরাজ)।
COMMENTS