কাপাসিয়ায় খেয়া পারাপারের ভাড়া চাওয়ায় সশস্ত্র হামলার ঘটনায় কমপক্ষে ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে এ ঘটনা ঘটেছে।
শনিবার সকালে এ ঘটনা ঘটেছে।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, কাপাসিয়ার পুরাতন ব্রম্মপুত্র নদের গঙ্গা বাজার ঘাট দিয়ে গত শুক্রবার পাঁচুয়া এলাকার কুখ্যাত কাজল ডাকাতের ছেলে বিল্লাল নদী পার হন। পারাপার শেষে নৌকার মাঝি সুমন (২২) বিল্লালের কাছ থেকে খেয়া পারাপারের জন্য এক টাকা ভাড়া চান। এতে বিল্লাল ক্ষিপ্ত হয়ে সুমনকে গালাগাল করে ও হুমকি-ধামকি দেন।
এরপর শনিবার সকালে টোক বাজার এলাকায় সুমন ও তার চাচা শ্বশুর তাইজ উদ্দিনের (৫৫) ওপর বিল্লাল, কাজল ডাকাত ও তাদের সহযোগিরা দেশীয় অস্ত্রসহ হামলা চালান। এ সময় সুমনের শরীরে বল্লম দিয়ে আঘাত করলে বল্লম শরীরে ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে মাটিতে গেঁথে যায়। পরে তাদের দুজনকে দা দিয়ে কোপায় হামলাকারীরা। এ সময় তাদের উদ্ধার করতে এসে মোস্তফা (৩২) ও আ. হাই (৫০) নামে দুই ব্যক্তি বল্লম ও দায়ের আঘাতে আহত হন। তাদের প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাপাসিয়া থানার টোক ফাঁড়ির ইনচার্জ এসআই বাবুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেশীয় অস্ত্রসহ কাজল ডাকাত (৪৫), তার ভাই শাহাদাত (৫০) ও রফিককে (৩৫) গ্রেপ্তার করা হএয়ছে। তাদের কাছ থেকে বল্লম, দা, ছড়া, রড উদ্ধার করা হয়েছে।
COMMENTS