ঝুঁকি ভাতা বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল থেকে কাশিমপুর কারাগারে কারা রক্ষিদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
বিশেষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারা রক্ষিরা তাদের ঝুঁকি ভাতা বৃদ্ধির দাবিতে খাবার ম্যাচে তালা লাগিয়ে দেয়।
বিশেষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারা রক্ষিরা তাদের ঝুঁকি ভাতা বৃদ্ধির দাবিতে খাবার ম্যাচে তালা লাগিয়ে দেয়।
গত সেপ্টেম্বর মাসের বেতন ভাতা না নিয়ে ঝুঁকি ভাতা বৃদ্ধির দাবি করে কারা রক্ষিরা। পুলিশের ঝুঁকি ভাতা ৩৯০ টাকা আর কারা রক্ষিদের ৪০০ টাকা ছিল। কিছুদিন আগে পুলিশের ঝুঁকি ভাতা বেতনের ৩০ভাগ বৃদ্ধি করা হয়। কিন্তু কারা রক্ষিদের যেমন ছিল তেমনই আছে যার কারণে তাদের ঝুঁকি ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে খাবার মেসে তালা লাগিয়ে দেয়।
এ ব্যাপারে হাই সিকিউরিটির ডেপুটি জেলার মো. নিজার উদ্দিন জানান, তেমন কিছু না, হালকা সমস্যা হয়েছিল। এখন কারারক্ষিরা তাদের বেতন নিচ্ছে।
COMMENTS