পেশাজীবী সম্মেলনে বিরোধী নেত্রী খালেদা জিয়া বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবো না। র্যাব, পুলিশ ও বিজিবি দিয়ে নির্বাচন করতে চাইলে সেটা হবে ভুল। বাংলাদেশে নির্বাচন হবে এবং গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে। কোন স্বৈরাচারী সরকার আসবে না। রাজধানীর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে সন্ধ্যায় বক্তব্য রাখেন খালেদা জিয়া।
সরকারকে সঙ্কট সমাধানের আহবান জানিয়ে তিনি বলেন, এখনও সময় আছে। সংবিধান সংশোধন করুন। যতই সময় যাচ্ছে নির্দলীয় সরকারের দাবি ততো জোরালো হচ্ছে। সরকার ততোই জনসমর্থন হারাচ্ছে। তিনি বলেন, সময় যতো যাবে সরকারই ততো বিপদে পড়বে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মঈন উদ্দিন-ফখরুদ্দিনের সরকারকে সমর্থন দেয়াসহ অসাংবিধানিক কাজ করেছেন, অগণতান্ত্রিক কাজ করেছেন। অথচ তিনি এখন গণতন্ত্র ও সংবিধানের কথা বলছেন। সমাবেশে পেশাজীবী নেতারা বক্তব্য রাখেন।
COMMENTS