‘২৫ তারিখের (অক্টোবর) সমাবেশে কোনো রকম আক্রমণ করা হলে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও দলের ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা।
তিনি বলেছেন, ‘২৫ তারিখের জনসভায় আমরা কোনো প্রকার আক্রমণের শিকার হলে কিম্বা বিগত সময়ের মতো লগি-বৈঠায় মানুষ হত্যার চেষ্টা হলে প্রয়োজনে দলের নেতাকর্মীরা দা, কুড়াল, বল্লম, কাতরা, সরকি টেঁটাসহ যার যা কিছু তা নিয়ে সারা বাংলাদেশে পাল্টা আক্রমণ করবে।’ হামলার জবাবে এলাকায় এলাকায় প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেছেন, ‘২৫ তারিখের জনসভায় আমরা কোনো প্রকার আক্রমণের শিকার হলে কিম্বা বিগত সময়ের মতো লগি-বৈঠায় মানুষ হত্যার চেষ্টা হলে প্রয়োজনে দলের নেতাকর্মীরা দা, কুড়াল, বল্লম, কাতরা, সরকি টেঁটাসহ যার যা কিছু তা নিয়ে সারা বাংলাদেশে পাল্টা আক্রমণ করবে।’ হামলার জবাবে এলাকায় এলাকায় প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান তিনি।
সোমবার বিকেলে রাজধানী নয়া পল্টনস্থ ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খোকা বলেন, ‘আমার আগে হাতে অস্ত্র তুলে নেবো না, আক্রমণ হলে যে কোনোভাবে মোকাবিলা করা হবে। কোনো ছাড় দেয়া হবে না। দরকার হলে কোরবানি হয়ে যাবো তবুও আন্দোলন সফল করবো।’
তিনি বলেন, ‘২৫ তারিখে ঢাকায় জনসভার মধ্য দিয়ে খালেদা জিয়া আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন। সোহরাওয়ার্দী উদ্যান, পল্টন ময়দান ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি চাওয়া হলেও এখনো পাইনি। শাপলা চত্বরে যে জনসভা হয়েছিল তা বৃহত্তর সমাবেশ হয়েছিল। তাই একদিন আগে অনুমতি দেয়া হলেও ২৫ তারিখের সমাবেশ সবচেয়ে ব্ড় হবে।’
তিনি আরও বলেন, ‘সরকারের মেয়াদ প্রায় শেষ হতে চলেছে। আগামী ২৪ তারিখের পর সংসদ অধিবেশন থাকার কাথা নয়। তারা ভীত সন্ত্রস্ত হয়ে সংসদ বহাল রাখতে চায়। এটা করে বাঁচার চেষ্টা করছে তারা। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লোটার জন্য ও জনগণকে ধোঁকা দেয়ার জন্য এমন করছে। এটা এক ধরনের পরাজয়। তারা কাপুরুষের দল। সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। জনগণ আমাদের সাথে আছে। জনগনকে সাথে নিয়ে তাদেরকে মোকাবেলা করবো। বিএনপির জন্য গঠিত টর্চার সেলকে আমরা বৃদ্ধাঙ্গলি দেখাই।’
সাদেক হোসোন খোকা বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে জিয়াউর রহমান সাহসিকতার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শরীরে রক্ত থাকতে রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করা হবে। আশা করবো সরকারের শুভবুদ্ধির উদয় হবে, না হলে শুধু গণধোলাই নয় জনগণ এমন ব্যবস্থা করবে আওয়ামী লীগ রাজনীতি কি জিনিস তা টের পাবে।’
তিনি বলেন, ‘সবাই আমাদের আন্দোলনের পক্ষে আছেন। আওয়ামী লীগের পাগল-ছাগল কিছু নেতা আছেন যারা বলেন- কেয়ামত হলেও একদলীয় নির্বাচন করবেন। তারা পুলিশ ছাড়া রস্তায় নেমে দেখেন কি হয়।’ আওয়ামী লীগকে এমন ভীত সন্ত্রস্ত আর দেখেননি বলেও উল্লেখ করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের ইস্পাত কঠিন সুদৃঢ় ঐক্য দরকার। মনে করি তেমন ঐক্য প্রতিষ্ঠা করা গেলে আমাদের আন্দোলন সফল হবে।’
তিনি বলেন, ‘সরকার ঢাকা শহরে প্রতিরোধ করতে চায়। ঢাকাকে শক্ত আঘাত করতে হবে। যাতে শেখ হাসিনার ক্যাডারবাহিনীকে তছনছ হয়ে যায়।’
খোকা আরও বলেন, ‘জনগণের বিপক্ষে অবস্থান নেয়া পুলিশ বাহিনীর ঠিক হবে না। জনগণের বিপক্ষের শক্তির পক্ষে যেসব পুলিশ অবস্থান নেবে তাদের নাম ঠিকানা নিয়ে পরে ব্যবস্থা নেয় হবে।’
কোথাও সমাবেশ করতে না দিলে রাস্তা বন্ধ করে পার্টি অফিসের সামনে জনসভা কারা ঘোষণা দেন আব্দুস সালাম।
COMMENTS