পলাশ প্রধান, টঙ্গী প্রতিনিধিঃ স্বামীর বাড়ী থেকে নববধূ সেলিনা আক্তার কল্পনা প্রায় ১ মাস ধরে উধাও হয়েছেন। আদরের মেয়ে কল্পনাকে তার বৃদ্ধ মা-বাবা ও ভাইয়েরা সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করেও কোন সন্ধান না পেয়ে গতকাল টঙ্গী থানা প্রেসক্লাবে এসে কল্পনার বড় ভাই মোঃ নজরুল কল্পনার স্বামীর বাড়ী থেকে উধাও হওয়ার অভিযোগ করেন।
টঙ্গীর বোর্ড বাজার এলাকার গার্মেন্টসকর্মী কল্পনার বড় ভাই নজরুল আদরের ছোট বোন কল্পনাকে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ঝটিয়াবর গ্রামের স্বামীর বাড়ী থেকে নিখোঁজ হওয়ার অভিযোগ করে জানান, ২০১১ সালে ছোট বোন কল্পনাকে বহু কষ্টে সৃষ্টে পার্শ্ববর্তী ঝটিয়াবর গ্রামের মৃত চানু মিয়ার ছেলে শরীফ মিয়ার কাছে বিবাহ দেন। গত ২৫ সেপ্টেম্বর থেকে কল্পনা নিখোঁজ হয়ে গেছে বলে খবর জানান কল্পনার স্বামীর বাড়ীর লোকজন।
টঙ্গীর বোর্ড বাজার এলাকার গার্মেন্টসকর্মী কল্পনার বড় ভাই নজরুল আদরের ছোট বোন কল্পনাকে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ঝটিয়াবর গ্রামের স্বামীর বাড়ী থেকে নিখোঁজ হওয়ার অভিযোগ করে জানান, ২০১১ সালে ছোট বোন কল্পনাকে বহু কষ্টে সৃষ্টে পার্শ্ববর্তী ঝটিয়াবর গ্রামের মৃত চানু মিয়ার ছেলে শরীফ মিয়ার কাছে বিবাহ দেন। গত ২৫ সেপ্টেম্বর থেকে কল্পনা নিখোঁজ হয়ে গেছে বলে খবর জানান কল্পনার স্বামীর বাড়ীর লোকজন।
কল্পনার স্বামী রাজধানী ঢাকায় গার্মেন্টস কর্মী হিসেবে কর্মরত রয়েছেন বলে কল্পনাকে খুঁজে বের করার ব্যপারে কোন আগ্রহই নেই বলে জানান কল্পনার বাড়ীর লোকজন। প্রায় এক মাস যাবত নববধূ কল্পনা নিখোঁজ থাকায় অসহায় দরিদ্র পরিবারের বৃদ্ধ মা-বাবা ও গার্মেন্টস কর্মী ৩ ভাই কল্পনার খুঁজে হন্যে হয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু কল্পনার স্বামীর বাড়ির লোকজন ও বাবার বাড়ির লোকজনের নিকট কল্পনা হয়েই উধাও রয়েছেন। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কল্পনাকে।
কল্পনার বড় ভাই টঙ্গীর বোর্ড বাজার এলাকার গার্মেন্টস কর্মী নজরুল অভিযোগ করে বলেন, কল্পনা আমার আদরের ছোট বোন। আমরা ৩ ভাইসহ বৃদ্ধ মা-বাবা কল্পনাকে দেশের বিভিন্ন এলাকায় খুঁজে ফিরলেও কল্পনার স্বামীর বাড়ীর লোকজন ও স্বামী শরীফ মিয়া কল্পনাকে খোঁজার ব্যপারে একেবারেই উদাসীন রয়েছেন।
কল্পনার স্বামী শরীফ মিয়া ও স্বামীর বাড়ীর লোকজন কল্পনাকে হত্যা করে লাশ গুম করে রাখা হয়েছে-এমন সন্দেহ দেখা দিয়েছে কল্পনার বৃদ্ধ মা-বাবা ও ভাইদের মাঝে।
এব্যাপারে কল্পনার বৃদ্ধ বাবা রেজ্জাক মিয়া নেত্রকোণা জেলার পূর্বধলা থানায় একটি জিডি (নং-১১২৮,তাং-২৭-০৯-১৩) দায়ের করেছেন। কিন্তু কল্পনা স্বামীর বাড়ি থেকে একমাস যাবত উধাও হয়ে গেলেও কল্পনার স্বামী থানায় কোন অভিযোগও দায়ের করেননি। এতে কল্পনার বাবা-মা ও ভাইদের মাঝে নানা ধরনের সন্দেহও দেখা দিয়েছে।
এদিকে কল্পনার স্বামী শরীফ মিয়া কল্পনাকে খুঁজে বের করার বিষয়ে একেবারেই উদাসীন হয়ে রহস্যজনক আচরণ করছেন বলেও অভিযোগ করেছেন কল্পনার বড় ভাই গার্মেন্টস কর্মী নজরুল। ১মাস যাবত কল্পনা স্বামীর বাড়ী থেকে উধাও হওয়ার ঘটনায় এলাকার স্থানীয় জনমনেও দেখা দিয়েছে নানা প্রশ্ন।
কল্পনার বড় ভাই নজরুল আক্ষেপ করে বলেন, আদরের একমাত্র ছোট বোন কল্পনা তাহলে কি স্বামীর বাড়ি থেকে গায়েবিভাবে উধাও হয়ে গেল। আদৌ কি কল্পনার সন্ধান আমরা পাব না!
COMMENTS