গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় এম ই এইচ আরিফ কলেজের শিক্ষার্থীরা সোমবার গোল্ডেন সান নামক একটি আবাসিক হোটেলে ভাংচুর করেছে। এঘটনায় পুলিশ পতিতাসহ ১৫ জনকে আটক করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে এম ই এইচ আরিফ কলেজের পাশেই অবস্থিত আবাসিক হোটেলে গোল্ডেন সানে দিনদুপুরে পতিতা মেয়েদের দিয়ে অশ্লীল কার্যকলাপ চলে। এর প্রতিবাদে ওই কলেজের ৩শতাধিক শিক্ষার্থীরা হোটেলে গিয়ে ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এসময় পুলিশ হোটেল গোল্ডেন সান থেকে ১২জন পতিতা ও ৩ খদ্দেরকে আটক করেছেন।
শিক্ষার্থীদের দাবি তাদের কলেজের পাশে হোটেলে ওই সমস্থ অশ্লীল কার্যকলাপ বন্ধে দাবিতে ভাংচুর করেছে। শুধু শিক্ষার্থীরা নয় এলাকার স্থানীয় অনেকেই অভিযোগ করে বলেন স্থানীয় পুলিশকে মোটা অংকের টাকা দিয়ে হোটেল মালিকরা এ সমস্ত অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয় এভাবে চলতে থাকলে একদিন মাদকের চেয়ে ভয়াবহ অবস্থায় পরিণত হবে।
কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবিউল ইসলাম জানান, কলেজের চেয়ারম্যান আরিফ ও হোটেলের ভবন মালিক নজরুলের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। এর প্রেক্ষিতে ভাংচুরের ঘটনাটি ঘটতে পারে। ওই সময় হোটেল গোল্ডেন সান থেকে পতিতাসহ ১৫ জনকে আটক করা হয়েছে।
COMMENTS