দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন রুস্তম নামে এক ব্যবসায়ী। বুধবার গভীর রাতে মহানগরের কোনাবাড়ির আমবাগ রোডের সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুপার মার্কেট এলাকায় বুধবার রাতে দুর্বৃত্তরা দোকানের ভেতর ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে জুতা ব্যবসায়ী রুস্তম আলীকে। বুধবার ভোরে স্থানীয় ব্যবসায়ীরা ভাঙ্গাচোরা দোকানের ভেতর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহত রুস্তম আলী বাগেরহাট জেলার মাধবকাঠি গ্রামের উকিল উদ্দিনের ছেলে।
কোনাবাড়ি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কী কারণে ওই ব্যবসায়ী খুন হয়েছেন তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত করে বিষয়টি জানা যাবে।
COMMENTS