ওবামার সঙ্গে দেখা করেছেন মালালা। শুক্রবার ওভাল অফিসে মালালার সঙ্গে সাক্ষাৎ করেন ওবামা দম্পতি। সেখানে ওবামা ‘ইন্টারন্যাশনাল ডে অব দ্য গার্ল’ উপলক্ষে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। এ সময় মালালাকে অভিনন্দন জানান মিশেল ওবামা। তিনি পাকিস্তানের মেয়েদের জন্য কাজ করায় মালালার প্রশংসা করেন।
হোয়াইট হাউস থেকে একটি বিবৃতিতে বলা হয়, আমেরিকা মালালার সাহস ও বিশ্বব্যাপী মেয়েদের শিক্ষায় তার স্বপ্নকে স্বাগত জানাচ্ছে।
ওবামার সঙ্গে সাক্ষাতের পর মালালা এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে পারায় সে সম্মানিত বোধ করছে। মালালা বরেছেন, পাকিস্তান ও আফগানিস্তানে নারীশিক্ষার ক্ষেত্রে আমেরিকা সহায়তা দেওয়ায় ও সিরিয়ার শরণার্থীদের জন্য কাজ করায় আমি প্রেসিডেন্ট ওবামাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যদি শিক্ষার দিকে নজর দেই, তাহলে এটা সমাজে বড়ো ধরনের প্রভাব ফেলবে।
সূত্র: বিবিসি অনলাইন
COMMENTS