গানের জগৎ থেকে অন্য এক জগতে পাড়ি দিলেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’ খ্যাত মান্না দে। বৃহস্পতিবার ৯৪ বছর বয়সে তিনি ব্যাঙালোরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগ, শ্বাসতন্ত্র ও মূত্রাশয়ের সমস্যায় ভুগছিলেন। গতকাল বুধবার রাতে তার অবস্থার অবনতি হওয়ার পর তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।
গত সেপ্টেম্বর মাস থেকেই তিনি ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছিলেন। বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
১৯১৯ সালের ০১ মে কলকাতার বাঙালি পরিবারে জন্ম নেয়া মান্না দে দীর্ঘদিন মুম্বাইতে বসবাস শেষে ব্যাঙালোরে স্থায়ী হয়েছিলেন। ১৯৪৩ সালে ‘তামান্না’ ছবিতে প্লেব্যাক দিয়ে ক্যারিয়ার শুরু করা মান্না এ পর্যন্ত সাড়ে তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে অনেকগুলোই কালজয়ী খেতাব পেয়েছে শ্রোতাদের কাছে।
তিনি যেমন বাংলা ভাষায় গান গেয়েছেন তেমনি সমানভাবে জনপ্রিয় ছিলেন হিন্দি, গুজরাটি, মালাইলাম, কান্নাডা ভাষাতেও। সংগীত ভুবনে তার এ অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার ১৯৭১ সালে তাকে পদ্মশ্রী, ২০০৫ সালে পদ্মবিভূষণ এবং ২০০৯ সালে দাদাসাহেব ফালকে সম্মাননায় অভিষিক্ত করে।
COMMENTS