শিহাব খান, শ্রীপুর প্রতিনিধিঃ শ্রীপুরে পৌর এলাকার মাওনা চৌরাস্তার কিতাব আলী প্লাজার আকাশ টেলিকমের অধীনে রবি’র ইজি লোড বিতরনকারী আবুল কালামের (২৫) কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা । এতে বাধা দেয়ায় ছিনতাইকারীরা তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। সে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
১০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের ঘটনায় জামালপুরের বকশিগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের মকবুল হোসেনের পুত্র আবুল কালাম বাদী হয়ে পাঁচ জনকে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন।
আহত আবুল কালাম জানান, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫ টায় রাজাবাড়ী বাজার থেকে টাকা উঠিয়ে মোটর সাইকেলযোগে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা কিতাব আলী প্লাজায় আকাশ টেলিকমে যাচ্ছিলেন। এসময় ওই এলাকার জয়নারায়নপুর গ্রামের জনৈক নুরুল ইসলামের বাড়ির উত্তর পাশে পাকা রাস্তার ওপর পাঁচ ছিনতাইকারী তার গতিরোধ করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় ছিনতাইকারীরা তাকে কোপিয়ে মারাতœক আহত করে। পরে তার চিৎকারে এলাকাবাসী দুই ছিনতাইকারী উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিন বারতোপা গ্রামের ছাত্তার মোল্লার পুত্র মাসুদ মিয়া (২০) ও নুরুল ইসলামের পুত্র জনি মিয়াকে (২২) গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। বাকি তিন ছিনতাইকারী এক লাখ ২০ হাজার টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, ছিনতাইয়ের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটর সাইকেল (নং ঢাকা মেট্রো ল-১১-৮৯০৫) ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
COMMENTS