শ্রীপুর থেকে তানজীদ আশরাফ: শ্রীপুর এ মাওনা-কালিয়াকৈর সড়ক এ টায়ার জ্বালিয়ে, গজারী গাছ ফেলে মাওনা ইউনিয়নের ছাত্রদল নেতা মাজাহারুল ইসলাম মিন্টুর নেত্রীত্বে যুবদল ও ছাত্রদল এর নেতারা সকাল থেকে ৩ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
অবরোধের খবর পেয়ে শ্রীপুর এর মাওনা ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগের নেতারা মাওনা ইউ: যুবলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ মোড়ল, মাওনা ইউ: ৯ নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক সায়েম শিকদার এবং ৯নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি মামুন এর নেত্রীত্বে হরতাল প্রতিহত করেন। রাস্তা থেকে জ্বলন্ত টায়ার ও গজারী গাছ সরিয়ে দেন। কিছুক্ষণ দুই গ্রুপ এর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত মাওনা-কালিয়াকৈর সড়কটি যুবলীগ, ছাত্রলীগ এর নিয়ন্ত্রণে রয়েছে। ঐ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
COMMENTS