আগামী ১১ অক্টোবর শুক্রবার রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এদিন ফ্লাইওভারের একটি অংশ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
সোমবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ফ্লাইওভারের যাত্রাবাড়ী অংশের নির্মাণ কাজ পরিদর্শন শেষে এ কথা জানান।
সোমবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ফ্লাইওভারের যাত্রাবাড়ী অংশের নির্মাণ কাজ পরিদর্শন শেষে এ কথা জানান।
এদিকে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকাল সাড়ে চারটায় ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর ফ্লাইওভারের কুতুবখালী-নিমতলী অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ইতোমধ্যে প্রকল্প কাজ ও প্রকল্প এলাকার সংযোগ সড়কসমূহ নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
এমসয় মন্ত্রীর সাথে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নজমুল হক, প্রকল্প পরিচালকসহ নির্মাণকারী প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
COMMENTS