অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া শ্রীপুরের আসওয়াদ কম্পোজিট কারখানার পরিদর্শন এবং সমাবেশ করতে গিয়ে গার্মেন্টস ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুসহ অন্যরা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মোশরেফা মিশু এ অভিযোগ করে বলেন, আজ দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ, জীবিত অক্ষত শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা, দুর্ঘটনা তদন্তে বিচার বিভাগ এবং নিরাপত্তা বিশেষজ্ঞ দিয়ে যথাযথ তদন্তের দাবিতে কারখানা গেটের বাইরে আনসার রোডে শ্রমিক সমাবেশ ছিল। সমাবেশে যোগ দিতে এবং কারখানা পরিদর্শন করতে তিনিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সেখানে গেলে কারখানা মালিকের ভাড়াটিয়া মাস্তানরা তাদের উপর হামলা চালায়।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মোশরেফা মিশু এ অভিযোগ করে বলেন, আজ দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ, জীবিত অক্ষত শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা, দুর্ঘটনা তদন্তে বিচার বিভাগ এবং নিরাপত্তা বিশেষজ্ঞ দিয়ে যথাযথ তদন্তের দাবিতে কারখানা গেটের বাইরে আনসার রোডে শ্রমিক সমাবেশ ছিল। সমাবেশে যোগ দিতে এবং কারখানা পরিদর্শন করতে তিনিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সেখানে গেলে কারখানা মালিকের ভাড়াটিয়া মাস্তানরা তাদের উপর হামলা চালায়।
এ সময় ওই মাস্তানরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে, পোষ্টার -ফেস্টুন কেড়ে নেয় এবং গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ সমন্বয়ক রফিকুল ইসলাম পথিক, শাকিল ইমাম ও সাজ্জাদ সোহরাবকে লাঞ্ছিত করে।
এ হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এ বর্বর হামলার মাধ্যমে মালিকপক্ষ তাদের সীমাহীন অব্যবস্থাপনা ও অগ্নিকাণ্ডের কারণ আড়াল করতে চায়। হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় জয়দেবপুর চান্দনা চৌরাস্তায় প্রতিবাদ সভা আহবানের কথা উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মোশরেফা মিশু ছাড়াও গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ সমন্বয়ক রফিকুল ইসলাম পথিক, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ নেতা মাহবুবুর রহমান ইসমাইল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার গাজীপুরের শ্রীপুরে পলমল গ্রুপের আসওয়াদ কম্পোজিট মিলস লিমিডেট নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
COMMENTS