বলিউডে ‘মার্ডার’ ছবির মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেই ব্যাপক
আলোচনা-সমালোচনার জন্ম দেন মল্লিকা সেরাওয়াত। প্রথম ছবিতেই তুমুল রগরগে
দৃশ্যে কাজ করে বলিউডে রেকর্ড তৈরি করেন তিনি। এরপর প্রায় সব ছবিতেই এমন
ইমেজেই পাওয়া গেছে মল্লিকাকে। তবে শুধু বলিউডে থেমে থাকেনি তার ক্যারিয়ার।
ইতিমধ্যে তিনটি হলিউড ছবিতে কাজ করেছেন তিনি। এর মধ্যে ‘হিস’ ছবিতে নাগিনী
চরিত্রে কাজ করে হলিউডেও আলোচনায় আসেন তিনি। তবে গত প্রায় একটি বছর বলিউডে
কাজ কমিয়ে দিয়েছেন এই সেক্স সিম্বল অভিনেত্রী। একটি বছর এর বেশিরভাগই
মল্লিকা কাটিয়েছেন নিউইয়র্কে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায়। হলিউডের সঙ্গে
যোগাযোগটাও তার মাধ্যমে রক্ষা করেছেন। আর সম্প্রতি দেশে ফিরেই নিজের নতুন
হলিউড ছবির ঘোষণা দিলেন তিনি। চার নম্বর হলিউড ছবিতে কাজ করতে যাচ্ছেন
মল্লিকা।
হলিউডের
চারটি ছবি বলিউডের কোন অভিনেত্রী এখনও করেননি। সেদিক থেকে
সবাইকে ছাপিয়ে রেকর্ডের খাতায় নাম লেখাতে যাচ্ছেন মল্লিকা। তবে তার এই
হলিউডের নতুন ছবির নাম এখনও ঠিক হয়নি। খুব শিগগিরই সংশ্লিষ্ট প্রোডাকশন
হাউজ থেকে ঘোষণা দিয়ে এ ছবির শুটিং শুরু হবে। এ ছবিতেও একটি নগ্ন দৃশ্যে
ক্যামেরাবন্দী হবেন মল্লিকা। এ বিষয়ে তিনি ভারতীয় মিডিয়াকে জানিয়েছেন, এটা
আমার জন্য সৌভাগ্যের ব্যাপার আমি চার নম্বর হলিউড ছবিতে কাজ করতে যাচ্ছি।
আমি নিয়মিতই সেখানে কাজ করতে চাই। এবারের ছবিটি সম্পূর্ণ অ্যাকশনধর্মী।
আমাকেও অ্যাকশন দৃশ্যে দেখা যাবে এখানে। পাশাপাশি খুল্লাম খুল্লা মল্লিকার
স্বাদও পাওয়া যাবে। আমি ছবিটি নিয়ে খুব আশাবাদী। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি
বছরের ডিসেম্বর থেকেই এ ছবির কাজ শুরু হবে।
COMMENTS