নিম্নমানের অশ্লীল মিউজিক ভিডিও নিয়ে আসছেন মৌসুমী হামিদ। তবে এ ঘটনাটি বাস্তবে না। ‘মিউজিক ভিডিও’ নামের একটি নাটকে এরকম মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হবে আরটিভিতে ঈদের সপ্তম দিন বেলা ১১টা ৩০ মিনিটে।
নাটকে দেখা যাবে, গ্রামের সহজ-সরল মেয়ে মৌসুমী হামিদ। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা। বাবা জেলে। অভাব তাদের সংসারে নিত্যদিন হানা দেয়। এর মধ্যে ও ভালবাসে সাব্বিরকে। সরল বিশ্বাসে। সাব্বির তাকে পরামর্শ দেয় ঢাকা শহরে আসার। কাজ করবে টিভিপর্দায়।
ভালবাসার মানুষের পরামর্শে জড়িয়ে পড়ে অশ্লীল মিউজিক ভিডিও নির্মাতাদের একটি চক্রে। এরপর মৌসুমী বুঝতে পারে যে পথে সে এসছে সে পথ খুব কলঙ্কের। এ পথ থেকে ফিরবে কি করে?
এ নাটক সম্পর্কে মৌসুমী হামিদ বলেন, মিডিয়াকে পুঁজি করে অনেক সহজ সরল মানুষকে ঠকানো হয়। এ হয়রানি আর প্রতারণার শিকার বেশি হয় মেয়েরাই। ‘মিউজিক ভিডিও’ তেমনি একটি মেয়ের গল্প। আমাদের দেশে এক ধরনের অশ্লীল মিউজিক ভিডিও নির্মাণ করা হয়। যেগুলো রাস্তাঘাটে বিক্রি হতে দেখা যায়। এসব মিউজিক ভিডিওর নেপথ্যের গল্প নিপুণভাবে তুলে ধরেছেন সুমন ভাই। আশা করি নাটকটি সবার ভাল লাগবে।
COMMENTS