তানজীদ আশরাফঃ কাপাসিয়া উপজেলার বেলাসী গ্রামে ধর্ষনের শিকার অষ্টম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী এক কন্যা সন্তান প্রসব করেছেন। স্ত্রীর মর্যাদা ও একমাস বয়সের কন্যা সন্তানের পিতৃ পরিচয়ের স্বীকৃতি না পেয়ে উল্টো ধর্ষক ও তার লোকজনের হুমকি ধামকি ও তিরষ্কারের যন্ত্রনায় ওই ছাত্রী এখন আত্মহত্যার হুমকি দিচ্ছে।
আত্মহত্যার হুমকির পর মেয়েকে পাহারা দিয়ে রাখায় কাজে যোগ দিতে পারছেন না দরিদ্র রিকসা চালক বাবা ইসমাইল হোসেন ও অন্যের বাড়ীতে কাজ করে সংসার চালানো মাতা নাজমা বেগম।
এ ব্যাপারে ধর্ষিতার মা নাজমা বেগম (৪০) বাদী হয়ে গত ১৭ সেপ্টেম্বর কাপাসিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) ২০০৩ এর ৯(১)/৩০ ধারায় একই গ্রামের মোসলেম উদ্দিন এর ছেলে ইমাম উদ্দিন (২২), পিতা মৃত হাছু মুনসির ছেলে মোসলেম উদ্দিন (৬০), মোসলেম উদ্দিন এর স্ত্রী বকুলা বেগম (৪৫) সহ অজ্ঞাত দু তিন জনকে আসামি করে একটি মামলা করেন।
কাপাসিয়া থানার মামলা নং- ১৫, তাং ১৭/০৯/২০১৩ ইং। মামলা করার অপরাধে প্রধান আসামী ইমাম উদ্দিন মোটা অংকের উৎকোচের বিনিময়ে হাত করে নেয়া স্থানীয় একটি প্রভাবশালী সংঘবদ্ধ দালাল চক্র ধর্ষিতা ও তার পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে। মামলার প্রধান আসামী ইমাম উদ্দিন পলাতক থাকলেও দুই আসামী উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে আসার পর এসব মামলা তাদের কিছুই হবেনা বলে বাদী পক্ষকে তিরষ্কার করছেন এবং এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন ধর্ষিতার মা বাবা।
আসামী পক্ষের এসব হুমকি ধামকি ও মা বাবাকে তুলে অশীল তিরষ্কার সইতে না পেরে ধর্ষনের শিকার হয়ে কণ্যা সন্তান জন্মদানকারী মাদ্রাসা ছাত্রী এখন তার সন্তান সহ নিজের জীবন শেষ করে দিবে বলে হুমকি দিচ্ছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন প্রায় ১ বৎসর পূর্ব থেকে স্থানীয় লোহাদী বালিকা মাদ্রাসায় আসা যাওয়ার পথে তার অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ে ইসমত আরা (১৪) এর সাথে একই সাকিনের মোসলেম উদ্দিন এর ছেলে ইমাম উদ্দিন (২২) ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১১ জানুয়ারী বিকাল ৪টার দিকে বাদীর বাড়ীর পাশের দক্ষিনে সরকারী গজারী বনে এবং ৩ মার্চ ফাঁকা বাড়ী পেয়ে বাদীর বসত ঘরে তার মেয়েকে ধর্ষণ করে।
ধর্ষনের পর তার মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মেয়ের মা বাবা দুজনেই ধর্ষক ছেলের বাড়ীতে গিয়ে বিষয়টি তার বাবা মা কে জানালে তারা অস্বীকার করে অকথ্য ভাষায় গালাগাল করে মেয়ের মা বাবাকে বাড়ী থেকে বের করে দেয়।
সরেজমিনে গেলে মামলার বাদী ও এলাকাবাসী জানান, ধর্ষনের শিকার হয়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি ধর্ষক ছেলে ও তার মা বাবাকে জানালে প্রথমে অস্বীকার করলেও পরে দু হাজার টাকার বিনিময়ে গর্ভের সন্তান নষ্ট করার প্রস্তাব দিলে মেয়ের পরিবার তাতে রাজি না হওয়ায় স্থানীয় প্রভাবশালী সংঘবদ্ধ দালাল চক্র মেয়ের পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেয়। তখন বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার সহ সালিশ বৈঠক বসে। ওই সালিশ বৈঠকে প্রকাশ্যেই বেলাসী গ্রামের আরিফ সিকদার খোকা (৫০) সাবেক মেম্বার অভিযুক্ত ইমাম উদ্দিনকে নির্দোষ দাবী করেন । ধর্ষিতা ও তার পরিবারকে ধমক দিয়ে শাসায় এবং ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে বলে চাপ প্রয়োগ করে। লোহাদি গ্রামের আব্দুল হাই ছেলের পক্ষ সমর্থন করে কথা বলে। তবে আরিফ সিকদার খোকা মেয়েকে ধমক দিয়ে শাসানো এবং চাপ প্রয়োগের কথা অস্বীকার করে জানান দরবারে ছেলেকে দোষী করার জন্য মেয়ের মা বাবা কোন তথ্য দিতে পারে নাই। তবে মেয়ে যেহেতু আইনের আশ্রয় নিয়েছে সেহেতু আমি চাই মেয়েটি যেন উচিত বিচার পায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাই জানান, বিষয়টি নিয়ে আমরা একটি শালিস বৈঠকে বসেছিলাম, কিন্তু অভিযুক্ত ইমাম উদ্দিন উপস্থিত না হওয়ায় এ ব্যাপারে কোন সুরাহা হয়নি।
ধর্ষিতা মাদ্রসা ছাত্রীর সন্তান প্রসবের সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এস.আই) নির্মল চন্দ্রদেব জানান এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাপাসিয়া থানায় একটি মামলা রুজু হয়েছে। আজ কালের মধ্যে এ মামলার চার্জ শীট প্রদান করা হবে।
COMMENTS