‘পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সফল পরিণতির দিকে অগ্রসর হচ্ছে’, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘ কয়েক দশকের জল্পনা-কল্পনা, প্রচেষ্টা ও পরিকল্পনার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সফল পরিণতির দিকে অগ্রসর হচ্ছে।’
বুধবার পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘ কয়েক দশকের জল্পনা-কল্পনা, প্রচেষ্টা ও পরিকল্পনার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সফল পরিণতির দিকে অগ্রসর হচ্ছে।’
বুধবার পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নিরাপত্তার উপর সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে উল্লেখ করে বলেন, ‘নিরাপত্তার মানের সঙ্গে সরকার কোনো আপোষ করবে না।’
তিনি বলেন, ‘আমাদের পারমাণবিক কর্মসূচি খুবই স্বচ্ছ। কারণ আমরা পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ সম্পর্কিত প্রধান প্রধান আন্তর্জাতিক সনদ, চুক্তি ও প্রোটোকলে স্বাক্ষর করেছি।
শেখ হাসিনা বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে তাঁর সরকার আইএইএর নিরাপত্তা মানদণ্ড এবং সংশ্লিষ্ট অন্যান্য গাইডলাইন ও আন্তর্জাতিক নিয়ম-নীতির ভিত্তিতে উপযুক্ত এক পারমাণবিক অবকাঠামো নির্মাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার পারমাণবিক প্রযুক্তির নিরাপত্তা ও নিরাপদ ব্যবহার এবং রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে জাতীয় পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে শক্তিশালী করতে বাংলাদেশ আণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১২ প্রণয়ন করেছে।’
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে আণবিক শক্তি কমিশন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে রাশিয়ান ফেডারেশনের সাবেক প্রধানমন্ত্রী ও রাশিয়ার স্টেট এ্যাটমিক এনার্জি কমিশনের (রোসাটম) মহাপরিচালক সের্গেই কিরিয়েনকো, পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) একে খন্দকার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু ও আইএইএ‘র টেকনিক্যাল কো অপারেশন ডিপার্টমেন্টের প্রধান অসকার অ্যাকুইনো বক্তৃতা করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ দবিরুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য শামসুর রহমান শরিফ দিলু ও বাংলাদেশ আণবিক শক্তি কেন্দ্রের মহাপরিচালক মাহমুদুল হাসান।
COMMENTS