পলাশ প্রধান, টঙ্গী থেকেঃ শ্রমিক মালিকানাধীন টঙ্গীর ঐতিহ্যবাহী নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ১২তম বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
মিল পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলের প্রধান উপদেষ্টা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
মিল পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলের প্রধান উপদেষ্টা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
মিলের ৮১৪ জন শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিলের উপদেষ্টা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাহ্ উদ্দিন সরকার, নিউ মেঘনা মিলের চেয়ারম্যান জাহিদ আল মামুন, টঙ্গী থানা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মোঃ গণি মিয়া প্রমুখ।
সভায় মিলের বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী তুলে ধরে বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মতিউর রহমান বি.কম। ২০১২-১৩ অর্থ বছরে মিলটিতে ১ কোটি ৮৮ লাখ ৮ হাজার ৮শত ২৬ টাকা আয় হয়। বিভিন্ন খ্যাতে মিলটির ব্যবস্থাপনা ব্যয় করা হয় ৬৩ লাখ ৩৯ হাজার টাকা। শ্রমিক মালিকানায় পরিচালিত ব্যবস্থাপনা বোর্ড এ অর্থ বছরে মিলটিতে ৬৫ লাখ ৪৯ হাজার টাকা উদ্বৃত্ত হয়েছে বলে জানায়।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত শেয়ার হোল্ডারদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ৫জন নতুন পরিচালক সদস্য নির্বাচিত করা হয়। নির্বাচিতরা হলেন, একে এম শাহাব উদ্দিন, আব্দুল আজিজ, নূর হোসেন, আবুল কাশেম মোহাম্মদ ও সফিকুল ইসলাম। এদের সকলেই পুন:নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, গাজীপুরের জনপ্রিয় সংসদ সদস্য ও তৎকালীন জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শহীদ আহসান উলাহ মাস্টারের উদ্যোগে টঙ্গীর জাতীয়করণকৃত অলিম্পিয়া, মেঘনা ও মন্নু টেক্সটাইল মিল ৩টি শ্রমিকদের মালিকানায় ২০০১ সালের ২১ মার্চ তৎকালীন আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তান্তর করেন।
উল্লেখ্য, গাজীপুরের জনপ্রিয় সংসদ সদস্য ও তৎকালীন জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শহীদ আহসান উলাহ মাস্টারের উদ্যোগে টঙ্গীর জাতীয়করণকৃত অলিম্পিয়া, মেঘনা ও মন্নু টেক্সটাইল মিল ৩টি শ্রমিকদের মালিকানায় ২০০১ সালের ২১ মার্চ তৎকালীন আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তান্তর করেন।
COMMENTS