ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও লেগুনার সংঘর্ষে সহোদর দুই ভাইসহ চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।
শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে নাওজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে তিনজন হলেন- ময়মনসিংহের মুক্তাগাছার আপন দুই ভাই সুমন ও ফারুক। অপর ব্যক্তি আলম একই এলাকার বাসিন্দা। তারা সবাই পেশায় রাজমিস্ত্রি।
শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে নাওজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে তিনজন হলেন- ময়মনসিংহের মুক্তাগাছার আপন দুই ভাই সুমন ও ফারুক। অপর ব্যক্তি আলম একই এলাকার বাসিন্দা। তারা সবাই পেশায় রাজমিস্ত্রি।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ির উদ্দেশে রওনা দেয়। একটি লেগুনা নাওজোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন ও গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে অপর একজনের মৃত্যু হয়।
আহত তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও উত্তরার একটি হাসপাতালে নেয়া হয়েছে।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
COMMENTS