জেলা সদরের ন্যাশনাল পার্ক থেকে মাদকসহ একজন ও রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ১০০০ টাকার জাল নোটসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৯ অক্টোবর শনিবার দুপুর ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল-গাজীপডুর সদর উপজেলার দক্ষিণ সালানার মৃত শামসুল হকের ছেলে শাহ আলম (২৪) ও ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌর এলাকার রাজীব(২৫)।
গ্রেপ্তারকৃতরা হল-গাজীপডুর সদর উপজেলার দক্ষিণ সালানার মৃত শামসুল হকের ছেলে শাহ আলম (২৪) ও ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌর এলাকার রাজীব(২৫)।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. রফিকুল ইসলাম জানান, শনিবার দুপুর একটায় ভাওয়াল জাতীয় উদ্যানের ৩ নং গেটের ক্যান্টিনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৬০০ ক্যান বিদেশী বিয়ার ও ৩৩৬ পিছ দেশীয় যৌন উত্তেজক হর্স পাওয়ার উদ্ধার করা হয়। এ সময় শাহ আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর জেলা সদরের মাষ্টার বাড়ি, রাজেন্দ্রপুর, বাংলাবাজার ও দেশীপাড়ার কয়েকজন মাদক ব্যবসায়ী, রাজেন্দ্রপুর জাতীয় উদ্যানের ভেতরে মাদক ব্যবসা করে আসছিল।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এ এস আই রিয়াজ উদ্দিন জানান, অপর একটি ঘটনায় ১০০০ টাকার ৫ টি জাল নোট সহ রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে রাজিব (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রাজিবের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
COMMENTS