যোগযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের মাধ্যমে যেহেতু বিরোধীদল সরকার পতন করতে পারেনি এবং আগামী ২০/ ২২ দিনেও তেমনটা পারবেন এমন সম্ভাবনা নেই, তাই সরকার পরিবর্তনে এখন নির্বাচনের কোন বিকল্প নেই।
তিনি বুধবার দুপুরে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর ও মাস্টারবাড়ি সড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় তিনি আসন্ন ঈদুল আজহায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা প্রসঙ্গে বলেন, আন্ত: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মহাসড়কের পাশে কোন গরুর হাট বসবে না এবং যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় তিনি আরও বলেন, রাজপথে সরকার পতনের আন্দোলন না করে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আগামী সংসদ নির্বাচনে অন্তবর্তী সরকারের রূপরেখা নিয়ে সংসদে এসে বিরোধী দলকে কথা বলার আহ্বান জানিয়েছেন।
পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী মাস্টারবাড়িতে মহাসড়কের পাশে নির্মাণাধীন অস্থায়ী গরুর হাটের কার্যক্রম বন্ধ করার জন্য জেলা প্রশাসককে তাৎক্ষনিকভাবে নির্দেশ দেন।
পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রীর সাথে অন্যান্যের সাথে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশল শাহাবুদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনোয়ার উজ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মহসিন, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
COMMENTS