যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ থেকে ক্রমেই রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা বিলীন হয়ে যাচ্ছে। দেশের প্রধানমন্ত্রী দুই থেকে আড়াই ঘণ্টা টেলিফোন করে বিরোধী দলীয় নেত্রীর সাথে যোগাযোগ করতে পারেননি।
বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সংলাপের নামে ১৬ কোটি মানুষকে ৬০ ঘণ্টা হরতাল দিয়ে বোকা বানানোর চেষ্টা করছেন। দেশের প্রধানমন্ত্রীর টেলিফোন যিনি রিসিভ করেন না তিনি প্রকারান্তরে প্রধানমন্ত্রীর পদ এবং দেশের ১৬ কোটি জনগণকেই অপমান করছেন। জনগণ এই অপমানের বিচার করবে।
বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সংলাপের নামে ১৬ কোটি মানুষকে ৬০ ঘণ্টা হরতাল দিয়ে বোকা বানানোর চেষ্টা করছেন। দেশের প্রধানমন্ত্রীর টেলিফোন যিনি রিসিভ করেন না তিনি প্রকারান্তরে প্রধানমন্ত্রীর পদ এবং দেশের ১৬ কোটি জনগণকেই অপমান করছেন। জনগণ এই অপমানের বিচার করবে।
আজ বিকেলে গাজীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আগামী ৩১ অক্টোবর গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার প্রস্তুতি উপলক্ষে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম মোজাম্মেল হক এমপি’র সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জাহিদ আহসান রাসেল এমপি, সিমিন হোসেন রিমি এমপি, ময়মনসিংহ আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ এমপি, নরসিংদী জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আজমত উল্লাহ খান প্রমুখ।
COMMENTS