শ্রীপুর উপজেলার বহেরার চালা এলাকায় অবস্থিত পলমল গ্রুপের আসওয়াদ গার্মেন্টসে আগুন লেগেছে।
কেমিকেল থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এলাকাবাসী কারখানার আগুন নেভানোর সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ হলে ছয়জন এলকাবাসী ও একজন নিরাপত্তাকর্মী আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিস ৬টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
আগুনে আহত জনৈক লিটন মিয়া জানান, কারখানা গেটের বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় বয়লার বিস্ফোরণ হলে আগুনের ফুলকি লেগে আহত হন।
প্রত্যক্ষদর্শী লিটন আরও জানান, আসওয়াদ গার্মেন্টে কয়েক হাজার শ্রমিক রয়েছে। তবে আগুন লাগার সময় নিরাপত্তাকর্মী ছাড়া কোনো শ্রমিক ছিল না।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাফর আহমেদ জানান, এখনো আগুন জ্বলছে। আমরা নেভানোর চেষ্টা করছি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন জানান, শ্রীপুরের আনসার রোডে বহেরার চালায় অবস্থিত পলমল গ্রুপের আসওয়াদ গার্মেন্টে আগুন লেগেছে। আমি বিস্তারিত কিছু জানিনা।
সন্ধ্যায় এই রিপোর্ট লেখার সময়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
COMMENTS