কালীগঞ্জে কবি আল আমিন নিবেদিত ও আমীর হোসেন রানা পরিচালিত হাসি ও
তামাশার কৌতুক নকশা ‘পেজগী ভাই’ কমেডি সিডির মোড়ক উন্মোচন করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে কালীগঞ্জ সোনালী ব্যাংক মোড়ে পেজগী ভাই কমেডি সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কমেডি সিডির পরিচালক আমীর হোসেন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান।
বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো.
মুজিবুর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান,
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আজাদ নুর উদ্দিন বাবুল, সাংবাদিক ও পৌর
কাউন্সিলর শামীমা মুক্তা খুশি খানম, কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মো. বাদল
হোসেন ভূইয়া, মানবাধিকার কর্মী এ.এস.এম শহীদুল হক খান চন্দন প্রমূখ।
প্রধান অতিথি বলেন, এ কৌতুক নকশাটিতে সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন
অসঙ্গতিকে সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। আশা করি ভবিষ্যতে তারা সমাজ ও
রাষ্ট্রের অসঙ্গতিগুলো আরো সুন্দর ভাবে ফুটিয়ে তুলবেন। অতিথিবৃন্দ ‘পেজগী
ভাই’ কমেডি সিডি প্রযোজনার জন্য কালীগঞ্জের তারুণ্যে ও উদ্যমে ভরা অভিনয়
শিল্পীদেরকে অভিনন্দন জানান।
COMMENTS