আগামীকাল ৩১ অক্টোবর বৃহস্পতিবার এক দিনেই ৩৫ হাজার ৩০০ কোটি ৩২ লাখ টাকার চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুধু তাই নয় ওইদিন প্রধানমন্ত্রী নবীনগর-ডিইপিজেড-চন্দ্রা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পেরও উদ্বোধন করবেন। এ প্রকল্পে ব্যয় হয়েছে ১৩০ কোটি ৮৪ লাখ ৫৯ টাকা।
এদিন গাজীপুর ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে প্রধানমন্ত্রী ওইসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
শুধু তাই নয় ওইদিন প্রধানমন্ত্রী নবীনগর-ডিইপিজেড-চন্দ্রা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পেরও উদ্বোধন করবেন। এ প্রকল্পে ব্যয় হয়েছে ১৩০ কোটি ৮৪ লাখ ৫৯ টাকা।
এদিন গাজীপুর ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে প্রধানমন্ত্রী ওইসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
চার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পর্কে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘৩৫ হাজার টাকা ব্যয়ে এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পগুলোর প্রাথমিক কাজ সম্পন্ন করে বিশেষ করে অর্থ সংস্থানের চুক্তি এবং একনেকে অনুমোদনের পরই কেবল ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে।’
প্রকল্পগুলোর মধ্যে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (মেট্রোরেল) একটি। এ প্রকল্পে ব্যয় হবে ২১ হাজার ৯৮৫ কোটি ৭ লাখ টাকা। এ টাকার মধ্যে বৈদেশিক সাহায্য ১৬ হাজার ৫৯৪ কোটি ৫৯ লাখ এবং সরকার দেবে ৫ হাজার ৩৯০ কোটি ৪৮ লাখ টাকা।
মেট্রোরেলের দৈর্ঘ্য হবে ২০ দশমিক ১০ কিলোমিটার। এটি হবে উত্তরা তৃতীয় ফেজ-পল্লবী-রোকেয়া সরণির পশ্চিম পাশ দিয়ে খামারবাড়ি হয়ে ফার্মগেট-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর-বাংলাদেশ ব্যাংক পর্যন্ত। এর স্টেশন হবে ১৬টি। প্রকল্পের সময়কাল ধরা হয়েছে জুলাই ২০১২ থেকে জুন ২০২৪ পর্যন্ত।
এরপর ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট’ এর ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৯ কোটি ৮৫ লাখ টাকা। দৈর্ঘ্য হবে ২০ কিলোমিটার, স্টেশন ৩১টি। ফ্লাইওভার ৭টি, সেতু ১টি, এক্সেস রোড উন্নয়ন ১৪১টি। এ প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে ডিসেম্বর ২০১২ থেকে ডিসেম্বর ২০১৬ সাল।
কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৪৮৬ কোটি ৯৪ লাখ টাকা। এ প্রকল্পের বাস্তবায়ন কাল এপ্রিল ২০১৩ থেকে অক্টোবর ২০২১ সাল পর্যন্ত।
এছাড়া জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়হ চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এ প্রকল্পে ব্যয় হবে ২ হাজার ৭৮৮ কোটি ৪৬ লাখ টাকা।
এ প্রকল্পের দৈর্ঘ্য হবে ৭০ কিলোমিটার, প্রস্থ ২৯ দশমিক ৮০ মিটার। ব্রিজ হবে ২৭টি, কালভার্ট ৬০টি, ফ্লাইওভার ৫টি, আন্ডারপাস ৫টি ইত্যাদি। প্রকল্পের বাস্তবায়কন কাল এপ্রিল ২০১৩ থেকে মার্চ ২০১৮ সাল পর্যন্ত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন নবীনগর-ডিইপিজেড-চন্দ্রা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের প্রকল্প (কাজ সমাপ্ত) উদ্বোধন করবেন। এর ফলে জনসাধারণের যাতায়াত সুবিধা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
COMMENTS