প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার এখানে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এসব প্রকল্পে সর্বমোট ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে।
পরে প্রধানমন্ত্রী জেলা আওয়ামী লীগ আয়েজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন।
জেলা আওয়ামী লীগ সভাপতি আকম মোজাম্মেল হক এমপি জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (বিআরআরআই) হেলিকপ্টারযোগে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। তার ভাষণে দেশের আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচন সফল করতে দিকনির্দেশনামূলক বক্তব্য থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, আওয়ামী লীগের আয়োজিত জনসভা সফল করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যেই জনসভার জন্য মাঠকে উপযোগী করে তোলা হয়েছে প্রায় ৫ ফুট উচ্চতায় বিশাল মঞ্চ নির্মাণের কাজও এখন শেষের দিকে। গাজীপুরসহ আশেপাশের বিভিন্ন জেলার ২ লক্ষাধিক লোকের সমাগম হবে এ জনসভাস্থলে। গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক এমপি এ জনসভার সভাপতিত্ব করবেন।
তিনি বলেন, আওয়ামী লীগের আয়োজিত জনসভা সফল করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যেই জনসভার জন্য মাঠকে উপযোগী করে তোলা হয়েছে প্রায় ৫ ফুট উচ্চতায় বিশাল মঞ্চ নির্মাণের কাজও এখন শেষের দিকে। গাজীপুরসহ আশেপাশের বিভিন্ন জেলার ২ লক্ষাধিক লোকের সমাগম হবে এ জনসভাস্থলে। গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক এমপি এ জনসভার সভাপতিত্ব করবেন।
প্প্রধানমন্ত্রী সভায় বক্তব্য দেয়ার আগে মঞ্চের পাশে বিশেষভাবে নির্মিত ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করবেন বলে জানা গেছে। তিনি যে সকল উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন সেগুলো হলো বঙ্গবন্ধু সাফারি পার্ক, সাসেক রোড কানেকটিভিটি প্রজেক্টের জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক চারলেনে উন্নীতকরণ, নবীনগর-ডিইপিজেট-চন্দ্রা মহাসড়ক চারলেনে উন্নীতকরণ, গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট), কাঁচপুর, মেঘনা গোমতী ২য় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্প, শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন, গাজীপুরের কড্ডায় ৫২ মেঃ ওঃ ডুয়েল ফুয়েল পাওয়ার প্লান্ট, গাজীপুর জেলার ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠের সংস্কার/সৌন্দর্য্য বর্ধন প্রকল্প, শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম, ৪০ মিটার গার্ডার ব্রিজসহ লতিফপুর-ভাওয়াল মির্জাপুর রাস্তার উন্নয়ন কাজ, হবুয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণী কক্ষ নির্মাণ কাজ, শ্রীফলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণীকক্ষ উর্ধ্বমুখী সম্প্রাসরণ নির্মাণ কাজ, টঙ্গীতে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কালিয়াকৈরের লতিফপুর আরএন্ডএইচ-ভাওয়াল মির্জাপুর জিসি রাস্তার তুরাগ নদীর উপর ১২৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ ও হয়দেবপুর পারুলিয়া বাজার রাস্তার খিরু নদীর উপর ১’শ মিটার দীর্ঘ ব্রিজ নির্মাণ কাজ।
এছাড়াও প্রধানমন্ত্রী ঢাকা-মাস রেপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় এমআরটি লাইন-৬, গাজীপুর সদরের কড্ডায় ১৫০ মেঃ ওঃ ডুয়েল ফুয়েল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প, গাজীপুরে ৫০০ শয্যার জেনারেল হাসপাতাল, পুবাইলের মেঘডুবিতে ট্রমা সেন্টার, ছোট দেওড়ায় নার্সিং ইনস্টিটিউট, উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের কথা রয়েছে।
এছাড়াও প্রধানমন্ত্রী ঢাকা-মাস রেপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় এমআরটি লাইন-৬, গাজীপুর সদরের কড্ডায় ১৫০ মেঃ ওঃ ডুয়েল ফুয়েল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প, গাজীপুরে ৫০০ শয্যার জেনারেল হাসপাতাল, পুবাইলের মেঘডুবিতে ট্রমা সেন্টার, ছোট দেওড়ায় নার্সিং ইনস্টিটিউট, উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের কথা রয়েছে।
গাজীপুর -২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল জানান, প্রধানমন্ত্রীর গাজীপুর সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এ উপলক্ষে গত ২৬ অক্টোবর গাজীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি উপস্থিত ছিলেন।
৮ম ও ৯ম জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের সবগুলো আসন আওয়ামী লীগের দখলে রয়েছে। গাজীপুরকে দ্বিতীয় গোপালগঞ্জ ও আওয়ামী লীগের ঘাটি মনে করা হয়। গত ৫ বছরে গাজীপুর জেলার ৫টি সংসদীয় আসনের ৫টি উপজেলার তৃণমূল পর্যায় পর্যন্ত ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। কিন্তু দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজয়ের ধারাবাহিকতায় সর্বশেষ অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনেও আওয়ামী লীগ তথা ১৪ দল সমর্থিত প্রার্থীর পরাজয়ের পর প্রধানমন্ত্রীর এ সফর আলাদা গুরুত্ব বহন করছে। একারণে গাজীপুরবাসী প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য ও তাকে স্বাগত জানাতে অধিক আগ্রহে অপেক্ষা করছে। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে গাজীপুরে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়েছে। জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রীর জন্য সড়ক ব্যবস্থার পাশাপাশি বাংলাদেশ ধান ও কৃষি গবেষণা ইন্সটিটিউটে দু’টি হেলিপ্যাডের ব্যবস্থা রাখা হয়েছে।
৮ম ও ৯ম জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের সবগুলো আসন আওয়ামী লীগের দখলে রয়েছে। গাজীপুরকে দ্বিতীয় গোপালগঞ্জ ও আওয়ামী লীগের ঘাটি মনে করা হয়। গত ৫ বছরে গাজীপুর জেলার ৫টি সংসদীয় আসনের ৫টি উপজেলার তৃণমূল পর্যায় পর্যন্ত ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। কিন্তু দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজয়ের ধারাবাহিকতায় সর্বশেষ অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনেও আওয়ামী লীগ তথা ১৪ দল সমর্থিত প্রার্থীর পরাজয়ের পর প্রধানমন্ত্রীর এ সফর আলাদা গুরুত্ব বহন করছে। একারণে গাজীপুরবাসী প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য ও তাকে স্বাগত জানাতে অধিক আগ্রহে অপেক্ষা করছে। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে গাজীপুরে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়েছে। জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রীর জন্য সড়ক ব্যবস্থার পাশাপাশি বাংলাদেশ ধান ও কৃষি গবেষণা ইন্সটিটিউটে দু’টি হেলিপ্যাডের ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে গাজীপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে গাজীপুরকে রঙিন সাজে সাজানো হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রয়োজনীয় নিরাপদ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
COMMENTS