প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে জনসভায় ভাষণ দিচ্ছেন।
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে আবারো ভোট চাইলেন শেখ হাসিনা।
এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউট মাঠে অবতরণ করেন। সেখান থেকে দুপুর ২টায় গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে যান।
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে আবারো ভোট চাইলেন শেখ হাসিনা।
এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউট মাঠে অবতরণ করেন। সেখান থেকে দুপুর ২টায় গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে যান।
![]() |
প্রধানমন্ত্রীর গাজীপুরে জনসভা জনসমুদ্রে রূপ নেয় |
সেখানে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২১টি প্রকল্পের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সাফারি পার্ক, ১২১ কোটি টাকা ব্যয়ে নবীনগর চন্দ্রা লেনের মহাসড়ক উদ্বোধন করেন।
এছাড়া তিনি ২২ হাজার কোটি টাকা ব্যয়ে ২১ দশমিক ১ কিলোমিটার মেট্রোরেল উদ্বোধন করেন। এতে ১৬টি স্টেশন থাকবে যাতে প্রতিঘণ্টায় উভয়দিকে ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে।
২ হাজার ৩৯ কোটি টাকা ব্যয়ে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ২০ কিলোমিটার বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প, ২৭ হাজার ৮শ ৪৬ কোটি টাকা ব্যয়ে ৪ লেন বিশিষ্ট জয়দেবপুর-টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার সড়কের ভিত্তি ফলকসহ প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি ফলকের উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
পরে প্রধানমন্ত্রী ওই মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন।
গাজীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ভাষণ দেন।
COMMENTS