প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩১ অক্টোবর গাজীপুরে মেট্রোরেলসহ ৩৫ হাজার কোটি টাকার অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বুধবার গাজীপুরে বিআরটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান ও সভাস্থল পরিশর্দন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বিআরটি, এমআরটি, গাজীপুর-চন্দ্রা-টাঙ্গাইল ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বুধবার গাজীপুরে বিআরটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান ও সভাস্থল পরিশর্দন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বিআরটি, এমআরটি, গাজীপুর-চন্দ্রা-টাঙ্গাইল ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
ঢাকা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাহাবুদ্দিন খান, সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. হাবিবুল হকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় মন্ত্রীর সংগে ছিলেন।
মেট্রোরেল প্রকল্প দৈর্ঘ্য ২০ দশমিক ১ কিলোমিটার (উত্তরার উত্তর থেকে পল্লবী মিরপুর হয়ে শাপলা চত্বর পর্যন্ত) এই প্রকল্পের নির্মাণকাজ শুরু হবে ২০১৬ তে। এতে মোট ব্যয় ২১ হাজার ৯ শত ৮৫ দশমিক ৭ কোটি টাকা। এর মধ্য জাইকা-র অর্থায়ন ১৬ হাজার ৫ শ’ ৯৪ দশমিক ৫৯ কোটি টাকা এবং জিওবি ৫ হাজার ৩ শ’ ৯০ দশমিক ৪৮ কোটি টাকা। এই পথে মোট স্টেশন হবে ১৬টি। এটি হবে বাংলাদেশের প্রথম দ্রুতগতি ও উচ্চ ক্ষমতা সম্পন্ন গণপরিবহন ব্যবস্থা, যার উভয় দিকে ঘন্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করতে সক্ষম হবে।
নগর পরিবহনের জন্য (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত) মোট ব্যয় ২ হাজার ৩৯ দশমিক ৮৫ কোটি টাকা ব্যায় ধরা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন গাজীপুর-চন্দ্রা-টাঙ্গাইল (এলেঙ্গা পর্যন্ত) সড়ক ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পেরও উদ্বোধন করবেন। এতে মোট ব্যয় ২ হাজার ৭ শ’ ৮৮ কোটি টাকা ধরা হয়েছে। এছাড়া রয়েছে নবীনগর-চন্দ্রা ৪-লেন সড়ক উন্নীতকরণ প্রকল্প (দৈর্ঘ্য ১৬ কিমি.)। এতে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ শ’ ৩০ কোটি টাকা।
- বাসস
COMMENTS