প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে প্রথমবারের মতো নির্মিত বহদ্দারহাট ফ্লাইওভার উদ্বোধন করেছেন। শনিবার সকাল পৌনে ১১টার দিকে তিনি চট্টগ্রামবাসীর স্বপ্নের এ ফ্লাইওভার উদ্বোধন করেন তিনি।
এছাড়াও চট্টগ্রামের আরও ৩০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহ ময়দানে ফলক উন্মোচন করে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
এছাড়াও চট্টগ্রামের আরও ৩০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহ ময়দানে ফলক উন্মোচন করে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
সকাল ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সম্বলিত মুক্তিযুদ্ধের টেরাকোটা ম্যুরালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখান থেকে প্রধানমন্ত্রী জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহ ময়দানের দিকে রওনা দেন। সেখানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি সুধী সমাবেশে ভাষণ দেবেন তিনি।
প্রসঙ্গত, একদিনের সফরে শনিবার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম এসেছেন। এসময় তিনি চট্টগ্রামের ৩১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।
COMMENTS