রাজীব সরকারঃ গাজীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন জেলা আ.লীগ । প্রধানমন্ত্রীর আগমন ও তাঁর বক্তব্য শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছে গাজীপুর জেলার মানুষ। তাঁর আগমন উপলক্ষে বদলে গেছে ভাওয়াল কলেজ মাঠ এবং নতুন রূপে সজ্জিত হচ্ছে মহাসড়ক গুলি।
জানা গেছে, আগামীকাল ৩১ অক্টোবর বৃহস্পতিবার গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যাল ও কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে চলছে আ.লীগের ব্যাপক প্রস্তুতি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তৈরী করা হচ্ছে তোরণ। এদিকে ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যাল ও কলেজ মাঠে বৃষ্টির পানি জমাট বেঁধে থাকায় মাঠে শিক্ষার্থীসহ অন্যান্য লোকজন হাটতে বা বসতে পারতো না। এ কারণে দ্রুত বালি দিয়ে মাঠ ভরাট করা কাজও চলছে।
কলেজের বেশ কয়েক শিক্ষার্থীরা 'গাজীপুর অনলাইন’কে বলেন, আগে আমরা সারা বছর কলেজের মাঠে বসতে বা হাটতে পারতাম না। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমাদের কলেজের অনেকটা রূপ বদলে যাচ্ছে। কলেজের মাঠ ভরাট হচ্ছে। এখন আমরা সারা বছর কলেজের মাঠ ব্যবহার করতে পারবো।
গাজীপুর-১ আসনের এমপি আ.ক.ম মোজাম্মেল হক জানান, যেহেতু আমাদের দলের প্রধান আসছে তাই ব্যাপক প্রস্তুতিতে নিতেই হয়। তবে প্রস্তুতি ইতিমধ্যেই প্রায় শেষ পর্যায়ে।
![]() |
শেখ হাসিনার জনসভাকে সফল করার লক্ষে কাউলতিয়া ইউনিট আওয়ামীলীগ এর কর্মী সভা |
জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভায় জেলা আওয়ামী লীগ এর সভাপতি এ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী জনসভায় এসে বেশ কয়েকটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।
COMMENTS