জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে ইতিবাচক অভিহিত করে প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বিএনপিকে আলোচনায় বসার তাগিদ দিয়েছেন।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর ভাষণে সমস্যার ৯৫ ভাগ সমাধান হয়ে গেছে। এখন বিএনপির উচিত তা গ্রহণ করে আলোচনায় বসা।
শুক্রবার সন্ধ্যায় ভাষণে নির্বাচনকালীন সময়ের জন্য সর্বদলীয় সরকার গঠনে বিরোধী দলের কাছে নাম চান প্রধানমন্ত্রী।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর ভাষণে সমস্যার ৯৫ ভাগ সমাধান হয়ে গেছে। এখন বিএনপির উচিত তা গ্রহণ করে আলোচনায় বসা।
শুক্রবার সন্ধ্যায় ভাষণে নির্বাচনকালীন সময়ের জন্য সর্বদলীয় সরকার গঠনে বিরোধী দলের কাছে নাম চান প্রধানমন্ত্রী।
এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এরশাদ সরকারের সময়ের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক বলেন, “প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারের ডাক দিয়েছেন। এখন আলোচনায় বসে সুরাহা করতে হবে যে কীভাবে এটা করা হবে।
“প্রস্তাব খুবই ভালো। এখন দু’জনকে (খালেদা-হাসিনা) মিলে ভালোভাবে সেটাকে শেষ করতে হবে। গণতন্ত্রকে কীভাবে এগিয়ে নিতে হবে তা ঠিক করতে হবে।”
পাশাপাশি সর্বদলীয় মন্ত্রিসভার মন্ত্রণালয় বণ্টনের বিষয়েও আলোচনা করার তাগিদ দেন তিনি।
রফিক-উল হক বলেন, “বিরোধী দল থেকে কারা কারা মন্ত্রিপরিষদে যাবে, কে কোন মন্ত্রণালয় পাবে সেটা ঠিক করতে হবে। এরশাদ সাহেবের লোকজন সেই মন্ত্রিপরিষদে যাবে কি না সেটাও ঠিক করতে হবে। কারণ সর্বদলীয় বললে তো এরশাদ সাহেবও চলে আসে।”
প্রধানমন্ত্রীর ভাষণে সমস্যার ৯৫ ভাগ সমাধান হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, “বাকিটা আলোচনা করে ঠিক করতে হবে। আমি সব সময় আশাবাদী। আমি নেতিবাচক চিন্তা করি না।”
COMMENTS