গাজীপুরের আলাদাস্থান থেকে ৬ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চাপাতি, ছোরাসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয় । পুলিশ জানায়, শুক্রবার ভোরে জেলা শহরের চা বাগান এলাকায় গাজীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সরকারি বাসভবনের পেছনের সড়কে ছিনতাইকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, গাজীপুর চা বাগান এলাকার বদরুল ইসলাম (২৮), মুন্সিপাড়া এলাকার আবুল হোসেন (১৮) ও উত্তর বিলাসপুর এলাকার আল আমিন (২০)। তারা গণপিটুনির শিকার হয়।
এদিকে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে জয়দেবপুর থানা পুলিশ দেশীয় অস্ত্র, চাকু ও চাপাতিসহ আরো তিন জনকে আটক করেছে। তারা হলো- গাজীপুর সদরের তেলিপাড়া এলাকার পারভেজ মিয়া (২৫), জেলার রাথুরা গ্রামের সজল মিয়া (১৮) ও ময়মনসিংহের মুক্তাগাছার বাসিন্দা রুবেল মিয়া (১৮)।
COMMENTS