প্রথম স্ত্রীর দায়ের করা নারী নির্যাতনের মামলায় জনপ্রিয় কণ্ঠশিল্পী আরফিন রুমি ও তার ভাই রনিকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। শনিবার সকাল ৭টার দিকে মোহাম্মদপুর কাটাসুর এলাকায় কাজীরাবাদ হাউজিংয়ের একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, শারীরিক নির্যাতনের অভিযোগ এনে রুমির স্ত্রী অনন্যা শুক্রবার রাতে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, শারীরিক নির্যাতনের অভিযোগ এনে রুমির স্ত্রী অনন্যা শুক্রবার রাতে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রুমির সঙ্গে এস আব্দুল হানিফের মেয়ে লামিয়া ইসলাম অনন্যার ২০০৮ এর ১৭ এপ্রিল পারিবারিকভাবে বিয়ে হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, বিয়ের দুই বছর পর রুমি অনন্যার পরিবারের কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক নিয়ে তাদের প্রতিদিন কথা কাটাকাটি হতো এবং রুমি অনন্যাকে নির্যাতন করতো। এমনকি অনন্যাকে ঠিকমতো ভরণপোষণ দিত না। এটি চাইতে গেলে অনন্যার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।
এসআই আমিনুল আরও জানান, ২০১২ সালের ২৪ অক্টোবর রুমি দ্বিতীয় বিয়ে করে। এ বিয়ের পর রুমি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। অনন্যার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। শুক্রবার রাতে রুমি অনন্যাকে হাত-পা বেঁধে ব্যাপক মারধর করে। ওইখান থেকে কোনোভাবে ছাড়া পেয়ে অনন্যা মোহাম্মদপুর থানায় এসে মামলা করেন।
মামলায় রুমি, তার ভাই ও মা নাসিমা আক্তারকে আসামি করা হয়েছে। মামলার আরজিতে বলা হয়, অনন্যা মারাত্মক আহত হন।
নাসিমা আক্তারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
COMMENTS