রাজীব সরকারঃ গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা শহরের কাজী আজিম উদ্দিন কলেজে ৭টি বিষয়ে অনার্স ও ১টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু এবং কলেজে দুটি একাডেমিক ভবন নির্মানে পৌনে দুই কোটি টাকা অনুদান দেয়ায় কলেজের শিক্ষক, কর্মচারি, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর পক্ষ থেকে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি হিসাবে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
২৩ অক্টোবর বুধবার কাজী আজিম উদ্দিন কলেজ ক্যাম্পাসে বেলা ৩ টায় এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এমপি। মন্ত্রী তার বক্তব্যে বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আগামীতে জনগনের সমর্থন পেলে সবক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটাতে সক্ষম হবো। তিনি বলেন, আমরা পৃথিবীকে উন্মুক্ত করে দিয়েছি। এখন থ্রি’জির মাধ্যমে পৃথিবীর সকল দেশের টিভি চ্যানেল এবং ছবি দেখতে পাচ্ছে দেশের জনগণ।
তিনি বলেন, গত পাঁচ বছরে বিএনপি এমন কোন কাজ করেনি যে দেশের জনগণ তাদের একটি ভোটও দেবে। সংবিধান অনুযায়ী আগামী ২৪ জানুয়ারীর মধ্যে শান্তিপূর্ণভাবে দেশে ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন এ দেশের মানুষের জন্য কাজ করা ও তাদের জন্য জীবন বিসর্জন দেওয়া। আমরা বাংলাদেশের মানুষ আমরা স্বপ্ন দেখি ও স্বপ্ন বাস্তাবায়ন করি। ১৯৫২ সালে আমরা স্বপন্ন দেখেছিলাম আমাদের বাংলা ভাষাকে রক্ষা করার স্বপন্ন। রক্ত দিয়ে আমরা আমাদের ভাষাকে রক্ষা করেছি তা আজ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পরিচিতি পেয়েছে।
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন এ দেশের মানুষের জন্য কাজ করা ও তাদের জন্য জীবন বিসর্জন দেওয়া। আমরা বাংলাদেশের মানুষ আমরা স্বপ্ন দেখি ও স্বপ্ন বাস্তাবায়ন করি। ১৯৫২ সালে আমরা স্বপন্ন দেখেছিলাম আমাদের বাংলা ভাষাকে রক্ষা করার স্বপন্ন। রক্ত দিয়ে আমরা আমাদের ভাষাকে রক্ষা করেছি তা আজ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পরিচিতি পেয়েছে।
কাজী আজিম উদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আলতাফ হোসেনের সভাতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, আতাউল্লাহ মন্ডল, ছফুর উদ্দিন খান, রফিজ উদ্দিন, এবিএম নাসির উদ্দিন নাসির, আরিফুর রহমান আরিফ, প্রফেসর মুজিবুর রহমান, মহানগর ছাত্র লীগ সভাপতি মাসুদ রানা এরশাদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত জাহিদ আহসান রাসেল এমপিকে ক্রেষ্ট প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত জাহিদ আহসান রাসেল এমপিকে ক্রেষ্ট প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
COMMENTS