কারা ব্লাকের সঙ্গে জুটি বেঁধে সাত দিনের মধ্যে দুটি ট্রফি জয় সানিয়া মির্জার। ফলে এর মধ্য দিয়ে অনেক দিন বাদে নিজেকে যেন খুঁজে পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই পাকিস্তানি বধূ। সানিয়া-ব্লাক জুটি টোকিও ওপেন জয়ের পর গতকাল জিতলেন চীনা ওপেন।
চীনা ওপেনে মেয়েদের ডাবলস ফাইনালটা ছিল দিনের একেবারে শেষ ম্যাচ। লাল রঙের পোশাকে সানিয়া ছিলেন বরাবরের মত আকর্ষণীয়। সেই সঙ্গে শট নেওয়াতে অপ্রতিরোধ্য। আর কারা ব্লাক নিজের নামের অর্থকে সার্থক করে পরেছিলেন কালো পোশাক। টকটকে লাল -গাঢ় কালোর সমানে সে ভাবে মাথাই তুলতে পারল না ভেরা দুশেভিনা-আরান্থা পারা সান্তোজার রুশ-স্প্যানিশ জুটি।
এক ঘণ্টা ছয় মিনিটের লড়াইয়ে সানিয়ারা জিতলেন ৬-২, ৬-২ এ। চলতি মৌসুমে এটা সানিয়ার পাঁচ নম্বর ডাবলস ট্রফি, ক্যারিয়ারের উনিশ নম্বর খেতাব।
অন্যদিকে, সাফল্য, ব্যর্থতা আর চোট নিয়ে টালমাটাল একটা বছর শেষে আবার এক নম্বরের সিংহাসনে রাফায়েল নাদাল। পয়েন্টের হিসাব বলছে, রবিবারের আর একটা নাদাল বনাম জকোভিচ ফাইনাল যে-ই জিতুন না কেন, নাদালের নাম্বার ওয়ান স্থান ফিরে পাওয়া ঠেকানো যাবে না।
COMMENTS