সফিপুরে গ্যাসের আগুনে দগ্ধ আহত একই পরিবারের পাঁচ জনের মধ্যে আরো দু’জনের মৃত্যু হয়েছে। এর আগে ওই পরিবারের কর্তা সুভাষ চন্দ্র পাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার ভোরে ও দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান সুভাষ পালের স্ত্রী রিনা পাল (৪৫) ও মেয়ে রুমকি পাল (১৫)।
শুক্রবার ভোরে ও দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান সুভাষ পালের স্ত্রী রিনা পাল (৪৫) ও মেয়ে রুমকি পাল (১৫)।
জানা গেছে, গত সোমবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সফিপুর এলাকায় সুভাষ চন্দ্রের রান্না ঘরে রান্নার কাজ শেষে গ্যাসের চুলা খুলে রেখে ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যরা। এতে ঘরের দরজা জানালা বন্ধ থাকায় বাসার সবগুলি রুমে গ্যাস ছড়িয়ে পড়ে। রাত ৩ টার দিকে সুভাষ চন্দ্র ঘুম থেকে উঠে ম্যাচ দিয়ে সিগারেট জ্বালানোর সঙ্গে সঙ্গে পুরো ঘরে আগুন ধরে যায়।
এ সময় আগুনে সুভাষ পালের ৭০ শতাংশ, তার স্ত্রী রীনার ৮০ শতাংশ, মেয়ে রুমকির ৯০ শতাংশ পুড়ে যায়। এছাড়া সুমন ও রিন্টুর শরীরের ২৫ শতাংশ পুড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার মারা যান সুভাষ পাল।
এরপর শুক্রবার ভোরে ও দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান সুভাষ পালের স্ত্রী রিনা পাল ও মেয়ে রুমকি পাল। এ নিয়ে পরিবারটির তিন সদস্য মারা গেলেন। পরিবারের অপর দুই সদস্য, সুভাষ পালের ছেলে রিন্টু পাল (২৮) ও সুমন পাল (১৭) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
COMMENTS