এমনিতেই এখন পড়তি অবস্থায় রয়েছে শহীদ কাপুর ও সোনাক্ষি সিনহা উভয়েরই বাজার। একের পর এক ছবি বক্স অফিসে মার খেয়ে যাচ্ছে দুজনেরই। তাই প্রভু দেবা পরিচালিত ‘আর…রাজকুমার’ ছবিটি দিয়ে দুজনেই চেষ্টা করছেন দৌড়ে ফিরে আসতে।
সেজন্যই কিনা ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ ছবিতে পোল ড্যান্সের পর এবার ‘আর…রাজকুমার’ ছবিতে সোনাক্ষির সঙ্গে বৃষ্টি ভেজা ডার্টি ড্যান্স করতে যাচ্ছেন শহীদ।
সেজন্যই কিনা ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ ছবিতে পোল ড্যান্সের পর এবার ‘আর…রাজকুমার’ ছবিতে সোনাক্ষির সঙ্গে বৃষ্টি ভেজা ডার্টি ড্যান্স করতে যাচ্ছেন শহীদ।
‘গান্ধি বাত’ শিরোনামের গানটিতে উভয়কে নাকি দেখা যাবে বেশ কিছু যৌনউদ্দিপক নাচের মদ্রায়। আর গানের কোরিওগ্রাফিও করেছেন স্বয়ং নৃত্যশিল্পী থেকে পরিচালক হয়ে ওঠা প্রভু দেবা।
সম্প্রতি ছবিটির এই গানের টিজার মুক্তি দেয়া হয়েছে ইন্টারনেটে। আগামী ৬ ডিসেম্বর আর…রাজকুমার ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
COMMENTS