বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বিএনপির আগামী ২৭
অক্টোবর থেকে টানা তিন দিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বানে
চটেছেন।তিনি ক্ষোভের সঙ্গে তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেন, বাংলাদেশ থেকে
ক্রিকেট বাদ দেওয়া উচিত। তবে সাকিব আল হাসান হঠাৎ এরকম ফেসবুক স্ট্যাটাসে
বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে।
শুক্রবার রাতে সাকিব আল হাসান তার নিজের ফেসবুকে হরতাল প্রসঙ্গে লেখেন,
‘টেস্ট ম্যাচ শেষে বাসায় ফিরে টিভি খুলতেই দেখলাম শনিবার থেকে বিএনপি টানা
তিন দিন হরতাল দিয়েছে। আর হরতাল হলে প্রথম ওডিআই ম্যাচ না হবার সম্ভাবনা
বেশি।’
সাকিব আল হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অনেক দিন অপেক্ষার পরও টাইগাররা
ওডিআই যদি না খেলতে পারে তবে আমি মনে করি, বাংলাদেশ থেকে ক্রিকেট বাদ দেয়া
উচিৎ।’
রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়ে সাকিব লেখেন, ‘দেশের চলমান রাজনীতির
পদতলে পিষ্ট হয়ে দেশের এই সম্মান ‘ক্রিকেট’কে বাঁচাতে প্রধান দুই দলকে বুঝে
শুনে সিদ্ধান্ত নেয়া উচিৎ, তা না হলে আমাদের লজ্জার আর সীমা থাকবে না।’
এসময় সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের প্রতি আহ্বান জানিয়ে
লেখেন, ‘তাই সব ক্রিকেট প্রেমীদের একাত্ম হয়ে সরকার এবং বিরোধীদলীয় নেতাদের
কাছে স্মারকলিপি দেয়া উচিৎ।’
COMMENTS