বাংলাদেশের হয়ে টেস্টে দুই হাজার ক্লাবের সদস্য হয়ে গেলেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন সাকিব ১৯ রান করে বিদায় নিলেও বিদায় নেয়ার আগে বাংলাদেশে হয়ে চতুর্থ সদস্য হিসেবে ২০০০ রানের মাইল ফলক ছুঁয়েছেন সাকিব। যেখানে বর্তমানে তার টেস্টের ঝুলিতে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২০০৩ রান। এরপরই পঞ্চম সদস্য হিসেবে এই ক্লাবে ঢুকে গেছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। সাকিবকে টপকে তার সংগ্রহ দাঁড়িয়েছে ২০০৪।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন সাকিব ১৯ রান করে বিদায় নিলেও বিদায় নেয়ার আগে বাংলাদেশে হয়ে চতুর্থ সদস্য হিসেবে ২০০০ রানের মাইল ফলক ছুঁয়েছেন সাকিব। যেখানে বর্তমানে তার টেস্টের ঝুলিতে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২০০৩ রান। এরপরই পঞ্চম সদস্য হিসেবে এই ক্লাবে ঢুকে গেছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। সাকিবকে টপকে তার সংগ্রহ দাঁড়িয়েছে ২০০৪।
অবশ্য বাংলাদেশের হয়ে এখনও তিনহাজার ক্লাবের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তার সংগ্রহ ছিল ৩০২৬। এরপরই আছেন মো. আশরাফুল। তার সংগ্রহ ২৭৩৭। ২০১০ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছে তামিম ইকবাল।
COMMENTS