স্পিকার ড. শিরিন শারমিন বলেছেন, ২৩ অক্টোবর পর্যন্ত সংসদ মুলতবি করা হয়েছে এবং তা যথারীতি আবার চলবে। নোয়াখালীর চাটখিলে রোববার সকালে হিন্দু সম্প্রদায়ের সারদীয় উৎসবের বিভিন্ন দূর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তার সাথে ছিলেন চাটখিল উপজেলা চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী, নোয়াখালী পুলিশ সুপার আনিসুর রহমান ও চাটখিল উপজেলার আওয়ামী দলীয় নেতৃবৃন্দ। স্পিকার প্রথমে চাটখিল পৌর নিতাই সেবাশ্রম পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তার সাথে ছিলেন চাটখিল উপজেলা চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী, নোয়াখালী পুলিশ সুপার আনিসুর রহমান ও চাটখিল উপজেলার আওয়ামী দলীয় নেতৃবৃন্দ। স্পিকার প্রথমে চাটখিল পৌর নিতাই সেবাশ্রম পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এরপর তিনি সোনাইমুড়ী স্থানীয় বাজারে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন এবং সোনাইমুড়ীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে নির্মিত রামপুর আলীয়া সরকারি মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন সকল ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে মিলে মিশে থাকলে ধর্মকর্ম একসাথে করা যায়।
তিনি বলেন ঈদ-উল-আজহা ও পূজা প্রায় একই সময় হওয়ায় আইন শৃঙ্খলার যেনো অবনতি না ঘটে এজন্য আইন- শৃঙ্খলা বাহিনী তাদের সঠিক দায়িত্ব করবেন বলে আমরা আশাবাদী। পাশাপাশি জনগণেরও দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা। তিনি সংসদ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি না হয়ে শুধু বলেন, আগামী ২৩ অক্টোবর পর্যন্ত সংসদ মুলতবি করা হয়েছে এবং তা যথারীতি আবার চলবে।
COMMENTS